লেখা-লেখি

বিপন্ন এ দেশে

৬:০৫:০০ PM 0 Comments









© সুনীতি দেবনাথ

সবদিন স্পার্টাকাস রাত সব স্পার্টাকাস
মেধা আছে বুদ্ধি আছে মনন চিন্তন আছে
দেহে অযুত অশ্বের অশেষ শক্তি আছে
তবু স্পার্টাকাস যুগ যুগান্তরের ক্রীতদাস

আমার এদেশে মানুষ আছে স্বাধীনতা নেই
দিন আসে খরতাপে রাত বিকট অন্ধকারে
মানুষেরা খাবি খায় অমানবিকতার দহে
এইভাবে দিনরাত পারাপার করে নিরন্তর

বিপন্ন আমার স্বদেশ অসহায়তায় কেঁদে চলে
অন্তরালে দেশচালক খলখলিয়ে হেসে চলে
আমিও জানি তুমিও জানো কর্পোরেট পূজন চলছে
নিম্নবিত্ত মধ্যবিত্ত বন্যায় ভেসে যাক ক্ষতি নেইতো

বিপন্ন এ দেশে জনগণ প্রতিবাদ জানেনা মূক বধির
প্রতিরোধহীন এদেশে মানুষ খোলামকুচি জানে সকলে
সবুজ স্বপ্নিল এদেশে জীবনের অধিকার ফিরে পেতে
প্রতিবাদ প্রতিরোধ সংগ্রাম মুখর আমাদেরই হতে হবে

কাজরী,
২১ ডিসেম্বর,২০১৭
SUNITI Debnath

SUNITI Debnath

আমি সুনীতি দেবনাথ, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষিকা। কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প লিখি। কবিতা আমার প্রিয়ভূমি, শৈশব থেকেই হেঁটে চলেছি...

0 comments: