লেখা-লেখি

মহাশূন্য শূন্যতর

৬:২৮:০০ PM 0 Comments




© সুনীতি দেবনাথ

কাকজ্যোৎস্না নিঝুম রাতে
একটা একক কাক অনবরত
ডেকে চলে কা কা কা
তার ডাকে জেগে ওঠে
বনানীর মাঝে একটি লক্ষ্মী পেঁচা
সবিরাম ডেকে চলে হুম হুম হুম
কাক আর পেঁচার যুগলবন্দীতে
নিঝুম রাতের ঘুম ঝরঝর ভেঙ্গে যায়
এমন জ্যোৎস্না আগে কখনো দেখিনি
এমন রাত আগে কখনো ছুঁয়ে যায়নি
আমিও পাইনি স্পর্শ বিমল জ্যোৎস্নার
রাত্রি গভীর থেকে গভীরতর হয়
ঝিঁঝির গুঞ্জন গাঢ়তম ব্যঞ্জনায় বাজে
বিনিদ্র রাতের অন্তরে ঠাঁইটুকু চাই
অন্ধকার মায়ের করুণার মত মনে হয়
শুন্য মহাশুন্য পূর্ণ করে মায়ের ভালোবাসা
জানি ভালোবাসা ছাড়া মহাশূন্য শুন্যতর শুধু

কাজরী,
৩০ ডিসেম্বর,  ২০১৭














SUNITI Debnath

আমি সুনীতি দেবনাথ, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষিকা। কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প লিখি। কবিতা আমার প্রিয়ভূমি, শৈশব থেকেই হেঁটে চলেছি...

0 comments: