লেখা-লেখি

বিজয় মাসের হাসি

৯:২৮:০০ PM 0 Comments












© সুনীতি দেবনাথ

রক্ত ঝরিয়ে স্বেদ ঝরিয়ে সারাদিন ক্ষেতে
কাজ করে ক্লান্ত দেহে চাষী ভাই ঘরে ফেরো
কুয়াশা  সিক্ত হৈমন্তী সন্ধ্যা এলো মন্থর পায়ে
পূব আকাশে সন্ধ্যাতারা মিটি মিটি চায়
হেমন্তের কুয়াশা মাখা ঠাণ্ডা বাতাস হাড় কাঁপায়
সারাটা শরীর জুড়ে ঘুমের আবেশ স্তব্ধ করে
ক্ষিধে ভুলে ক্লান্তি ভুলে ঘুমের রাজত্বে নৌকো বাওয়া
স্বপ্নের ঘর দুয়ারে বিজয় মাসের ওম অনুভবে পাওয়া
স্বাধীনতা স্বাধীনতা চিরন্তন রক্তে ভেজা চাওয়া
শুধু আমার তোমার নয়ী দুুুনিয়ায় পরাধীন দেশ সব
সংগ্রাম করেছে জীবন দিয়েছে স্বাধীনতার জন্য
ব্রিটিশ শাসিত ভারতবর্ষ দ্বিধা বিভক্ত স্বাাধীনতা পেয়েছিল
স্বাধীন হয়েও পুব বাংলা পরাধীন থেকে গেলো
তাই আবার যুদ্ধ ভাষার জন্য দেশের জন্য
মানুষের জন্য মুক্তিযূদ্ধ কত প্রাণ কত রক্ত গেলো
নিঃস্ব দেশ অবশেষে স্বাধীন হলো
বিজয়ের মাসে বাঙালির গৌরব দীপ্ত শির
ক্লান্ত দেহে চাষী ভাই  বুঝি স্বপ্নের ঘোরে হাসো
মুক্ত বাংলা মুক্ত বাঙালি মুক্তির সোপান তলে হাসে

কাজরী,
১০ ডিসেম্বর, ২০১৭

SUNITI Debnath

আমি সুনীতি দেবনাথ, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষিকা। কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প লিখি। কবিতা আমার প্রিয়ভূমি, শৈশব থেকেই হেঁটে চলেছি...

0 comments: