লেখা-লেখি

ঈশ্বর বলে কেউ নেই

৭:৫৩:০০ PM 0 Comments





© সুনীতি দেবনাথ

ঈশ্বর বলে কেউ আমাার জগতে নেই
কোনদিন ছিলো বলে জানিও না
তবু অজানা এক ঈশ্বর অঙ্গুলির সংকেতে
আমার জীবন জগতে ঘূর্ণিপাক তোলে

নদীর কল্লোলে শুনি কার কণ্ঠস্বর
গভীরে নদীর কার অন্তহীন ছায়া দ্বিধান্বিত
সেকি ঈশ্বরের কণ্ঠ সে ছায়া কি ঈশ্বরের প্রতিমা
নিশ্চিত বিশ্বাসে বলতে পারিনা হ্যাঁ

আমার জগতে অবিশ্বাস্য যত ধুলোবালি
দুরন্ত ঝড়ে এক সীমান্ত থেকে আরেক সীমান্তে
উড়ে উড়ে চলে যায় তবু পাইনি ঈশ্বরের ছোঁঁয়া
পাইনি সর্বান্তকরণে কোন অমৃত পুরুষের স্পর্শ

মানুষকে ভালোবেসে দিওয়ানা হতে হয়
মানুষের মনুষ্যত্বহীনতা যখন খাদের সামনে নেয়
সে মুহূর্তে অসহায়ত্ব বাধ্য করে ঈশ্বর বিশ্বাসী হতে
মিথ্যা জেনেও মিথ্যাকে সত্য বলে মেনে নিতে

কাজরী,
৪ ডিসেম্বর, ২০১৭

SUNITI Debnath

আমি সুনীতি দেবনাথ, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষিকা। কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প লিখি। কবিতা আমার প্রিয়ভূমি, শৈশব থেকেই হেঁটে চলেছি...

0 comments: