লেখা-লেখি

শব্দ আর কবিতা

৫:৪০:০০ PM 0 Comments




© সুনীতি দেবনাথ

খোলা খাতায় কিছু  কবিতার চরণ
বেওয়ারিশ গড়াগড়ি যায়
আমি একটি একটি শব্দকে নিয়ে
ওপারেশন টেবিলে কাটাচেরা করি
মনটা বিষণ্ণ এক গুমোট আকাশে
দমবন্ধ হয়ে ঘুরপাক খায় শুধু
একটি শব্দও নিরীক্ষণ শেষে
ফিটনেস সার্টিফিকেট পায়না
অথচ অবয়ব পেতে আমার একটি কবিতা
রাতদিন প্রতিপল সারাটা অস্তিত্ব জুড়ে
বিষম ভয়াবহ ঝড় তুলে খেপামির
দরজা জানালা ঝটপট খুলে দেয়
বৃক্ষের প্রাচীন পাতার মত সে ঝড়ে
শব্দেরা হুড়মুড় ঢুকে পংক্তিতে বসে
হাসতে থাকে অনাবিল তবু মনতো ভরেনা
অন্তরের অন্তস্তলে এসব শব্দ ভাবনার ঘরে
জারিত হয়নি তাই কবিতার অঙ্গে বেমানান
অন্তরের অতলান্তিক গভীরে রক্তস্নাত শব্দেরা
অনুভব, উপলব্ধির যথার্থ স্পর্শ না পেলে
 কবিতা হবার আগেই আতুঁড়ঘরেই হারিয়ে যায়
শব্দের সাথে শব্দের মেলবন্ধনে আত্মার সাথে
সত্তার গভীর পরিচয়ে যথার্থ কবিতা জন্ম নেয়

কাজরী,
২৬ সেপ্টেম্বর, ২০১৭

SUNITI Debnath

আমি সুনীতি দেবনাথ, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষিকা। কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প লিখি। কবিতা আমার প্রিয়ভূমি, শৈশব থেকেই হেঁটে চলেছি...

0 comments: