জীবন এক দ্বন্দ্ব
© সুনীতি দেবনাথ
ভাবনার জানালা খুলে দরজাটা বন্ধ রাখি
অর্থাৎ আমি আর কিছু ভাবতে নারাজ
জানালা খুলে রেখেছি যতটুকু দেখা যায়
দু 'চোখে ঠিক ততটুকুই দেখবো বলে
দেখবোই বা কি চরাচরে ঝুম অন্ধকার
অন্ধকারে কিছু দৃশ্যপটে আসে না
অন্ধকারই শুধু বিশাল মূর্তিতে থাকে
জানালার ওপাশে সামনে বিশাল বৃক্ষ
সেও এখন স্তুপাকার অন্ধকার শুধু
দুই অন্ধকার মিলেমিশে একাকার
ভাবনার কপাটে খিল একাকার কিনা
দৃঢ়কন্ঠে বলা তো যাবে না যায় না
জানালায় উপরে তাকালে তবু স্পষ্ট দেখি
নক্ষত্র খচিত আকাশের আশ্চর্য সামিয়ানা
ভাববো না ভেবেও ভাবি এ দেখা সত্য কিনা
অন্ধকারে আমাকেও আমি দেখিনা কখনো
আমিও তাহলে সত্য নই প্রচণ্ড এক মিথ্যা
বাইরে এক আমি ভেতরে আরেক জনা
দু 'হয়ে এক কি করে যে হয় হিসেবে মেলেনা
চেতনে এক অবচেতনে আরেক কেমনে যে হয়
ঘোরতর এই দ্বন্দ্বের সমাধান আমার নেই জানা
দরজা রুদ্ধ জানালা খোলা এটাই তাহলে জীবন
কাজরী,
১৬ মে, ২০১৭
0 comments: