অবেলা কালবেলা
অবেলা কালবেলা
----------------------------------------
© সুনীতি দেবনাথ
আমার দেহকে ঘিরেছে লকলকে নীলাভ
আগুনের শিখা খোলা ময়দানে
ধীরে ধীরে আমি পঙ্গু হয়ে যাই
পায়ের নীলচে শিরাগুলো জট পাকিয়ে
পলায়নের শক্তি অপহৃত হয়
মেরুদণ্ড বেঁকেচুরে কিম্ভুতকিমাকার
আমার সমগ্র অস্তিত্ব বিশ্বাসঘাতক
এই আগুনে খেলায় কালবোশেখী ঝড়
মাতাল উদ্দাম হয়ে ওঠে
বহুকালের পৈত্রিক বসত ভিটে
নড়বড়ে দাপুটে ঝড়ে ভেঙ্গে পড়ে
ভিটেমাটি থরথর কেঁপে ওঠে
মৃত্যুর করাল উপস্থিতি
বহুদূরে পালিয়ে খলখল হাসে
উঠোনে ফাটলে একটি দোলনচাঁপার ঝাড়
এলোমেলো কাঁপে
সাদা সাদা ফুলগুলো দুমড়ে মুচড়ে
বিকট গন্ধে হা হা অট্টহাসি হাসে
পেছনে গড়িয়ে পালাতে চাই
অতীতের পিতা মাতা দুবাহু মেলে
বড় ক্ষিধে এক দলা
পচাগলা ভাত নাহয় দে
অত্যন্ত স্নেহের সন্তান তুই এতো স্বার্থপর
সামনে তাকিয়ে স্তম্ভিত
হাড় জিরজিরে আমার সন্তানেরা
এলুমিনিয়ামের ভাঙ্গা থালা চাটছে কেবলই
কষ্ বেয়ে রক্তধারা মেঘনার স্রোতে মেশে
আকাশ পিঙ্গলবর্ণ তার মাঝে বিকলাঙ্গ
আমার স্বপ্ন সব হাহাকার করে
এই অবেলায় কালবেলায় বারুদগন্ধী
আণবিক বোমাটাই ভীষণ আক্রোশে ফাটুক
কাজরী,
১২ মে, ২০১৭
0 comments: