লেখা-লেখি

সাবধান

৫:০৩:০০ PM 0 Comments


















© সুনীতি দেবনাথ 

পাহাড়ি এ রাজ্যে
কত না সময়খণ্ড      ছুঁয়ে দেখে বেঁচেছি
      শাল সেগুনের ছায়ে
            অর্ধেক অস্তিত্ব জুড়ে হরিৎ ঢেউ
তরঙ্গে তরঙ্গে উচ্ছ্বাসে কেঁপেছে


অঘ্রাণে টিয়ার ঝাঁক পাকা ধান ক্ষেতে
      কোলাহলে মাতিয়েছে    পুরোটা প্রান্তর
কাগতাড়ুয়া হেলেছে দুলেছে দেখে
           দিয়েছে সবল উড়াল ভিন্ন দিগন্তে
        আমার এ বাসভূমি বড় রুখুসুখু


বড়সড় নদী নেই খালবিলও নেই 
     লুঙ্গা টিলা সমতল  পাহাড়ের ঢেউ আছে 
সবুজ আঁচল উড়িয়ে    আকাশের সাথে
                    প্রেমালাপ চলে অরণ্যানীর 
মানুষে মানুষে ভালোবাসাবাসি আছে 
             আগুন খেলা নিষিদ্ধ ভূমিতে
                সাবধান অমানুষেরা সাবধান

কাজরী,
১৮ মে, ২০১৭

SUNITI Debnath

আমি সুনীতি দেবনাথ, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষিকা। কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প লিখি। কবিতা আমার প্রিয়ভূমি, শৈশব থেকেই হেঁটে চলেছি...

0 comments: