লেখা-লেখি

মিছিল

৫:০৯:০০ PM 0 Comments
















© সুনীতি দেবনাথ 


সূর্যাস্তের গন্ধ গায়ে মেখে
আজ এক আশ্চর্য মিছিল সাপের মত
এঁকেবেঁকে চলেছে মেঠো পথ বেয়ে
নির্বাক প্রতিটি ঠোঁটে বোবা শব্দ সেঁটে
চোখগুলি আগুন শ্লোগান উচ্চারণ করে
গাঁয়ের এপথে আগে কোনদিন
এমন অদ্ভুত মিছিল কেউ দেখেনি
উদ্ভ্রান্ত হলুদ বিকেলে ঝরা পাতা মাড়িয়ে
শিশু কাঁখালে করুণ  মুখে মা হেঁটে চলে
বৃদ্ধা জননী লাঠি হাতে কোমর বেঁকিয়ে চলে
যুবক পুত্র বৃদ্ধ পিতাকে কাঁধে নিয়ে চলে
 গ্রামে  আজ অরন্ধন উনুনের পোড়া গন্ধ নেই
পেটের আগুন জ্বালায় রোদ পোড়া শরীর 
শিশু বৃদ্ধ যুবক যুবতী বালক বালিকা হাঁটে
জীবনে অভাবের অভাব নেই দুঃখ খরস্রোতা নদী
হাসি মুখে না হলেও মুখ বুজে সয়ে গেছে এতোদিন
এখন জেনেছে প্রতিবাদ ছাড়া বাঁচাটাই কঠিন
এ গ্রাম ও গ্রাম সব গ্রাম উজাড় নেমেছে মিছিলে
মিছিলের অভিমুখ গ্রাম নগর বন্দর পেরিয়ে
মহামানবের নতুন সূর্যোদয়ের অম্লান দিগন্তে

কাজরী,
২৬ মে, ২০১৭

SUNITI Debnath

আমি সুনীতি দেবনাথ, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষিকা। কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প লিখি। কবিতা আমার প্রিয়ভূমি, শৈশব থেকেই হেঁটে চলেছি...

0 comments: