উল্টো পুরাণ
© সুনীতি দেবনাথ
গুগলি শামুক শ্যাওলা তলায়
সাঁওতাল মেয়ে দেইখে ফেলেছে
পেঁয়াজ মশলা ধানি লঙ্কা নুন
ব্যঞ্জন হবে মস্ত্ নোলায় আসে জল
শহর থিক্যা বাবু আসে মহুয়া মাতাল
সাঁওতাল মেয়ের কোমর দুলছে
থৈয়া থৈয়া থৈয়া বুকের ভাঁজে কিরিচ
রক্তে ভেসে বাবু ব্যোম ভোলানাথ
রক্তে লাল ঠোঁট রাঙা লিপিস্টিক
বাবুর সিনায় পা মেয়ে হাসে খল খল
বাবু যেন মহাদেব রক্ষা কালী যৈবতী
কাজরী,
২৫ মে, ২০১৭
0 comments: