লেখা-লেখি

সে হত হয়েছিলো

৩:৩১:০০ AM 0 Comments
















© সুনীতি দেবনাথ 


ঐ আকাশটা গনগনে আগুনের ফার্নেস
নীলের ছোঁয়া নেই হলকা তাপে ঝলসাচ্ছে শরীর
বাতাসে লেশমাত্র অক্সিজেন নেই
হাঁ করে জোরে বাতাস টানাটা ব্যভিচার
দমকে দমকে আগুনের লকলকে শিখা
বুকের ভেতরে থরে থরে জমতে থাকে
সুতীব্র দহন জ্বালা সারাটা অস্তিত্ব জুড়ে
এখনই সেই নীলাভ কবিতাটি লিখে নিতে  হবে
এমনি প্রখর দহন বেলায় তাকে হত্যা করে
চলন্ত বাসে তকমা পরা পুলিশ বাহিনী
প্রতিবাদী মিছিলে সিনা উঁচু করে কদম কদম
এগোচ্ছিলো নির্ভীক নওজোয়ান
ঘরে জ্বরাক্রান্ত বৃদ্ধ বাবা - মা নেহাতই কিশোরী
ছোট বোনটি আনাড়ি হাতে পরিচর্যায়
ঠিক এমনি দিনে প্রকাশ্য প্রকট দিবালোকে
বেয়নেটের খোঁচায় মিছিলে হাঁটার অপরাধে
তাকে হত্যা করা হয়েছিল সে হত হয়েছিল 
নীল নীল বেদনা নিয়ে এই স্বাধীন দেশ ছেড়ে
ফুটপাতে মুখগুঁজে একটু অক্সিজেন চেয়ে
সজোরে বুকের হাঁপর টেনে স্তব্ধ হয়েছিল
স্বাধীনতা কর্তব্য অধিকার সংবিধান আইন
সেদিন তাকে ঘিরে অট্টহাসি হেসে শবানুগমনে
মরণ নৃত্য নেচেছিলো আমার স্বদেশের মাটিতে

কাজরী, 
১৯ মার্চ, ২০১৭ 

SUNITI Debnath

আমি সুনীতি দেবনাথ, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষিকা। কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প লিখি। কবিতা আমার প্রিয়ভূমি, শৈশব থেকেই হেঁটে চলেছি...

0 comments: