লেখা-লেখি

স্টুপিড পাবলিক

৫:৪০:০০ PM 0 Comments














© সুনীতি দেবনাথ 


হোলি হ্যায় ভাই হোলি ! রঙ বরষে ফোয়ারা বরষে রে! 

পূর্ব দিল্লি এলাকায় পার্টি করার অছিলায়  
জনা আটেক মডার্ণ ইয়ংমেন সঙ্গিনী আল্ট্রামডার্ণ
আট আর এক টোটাল নয় শশব্যস্তে ঢুকলো, 
নিজেদের খালি ফ্ল্যাটে সঙ্গে ব্যাগে
হরেক কিসিমের রঙ ড্রিংকস বটলস্। 
দরজা খোলার আগে এরা ভদ্রলোক মানুষ
দরজা বন্ধ করতেই এক দঙ্গল কামার্ত বন্য পশু, 
সব কটি পোশাক বদলে নিল মেয়েটিরও
জবরদস্তি তাদের মতোই জন্মদিনের পোশাকে। 
এমনি নিউক্লিও ঘটনা ছোট বড় হামেশাই ঘটে 
হোলির রঙে বীভৎস গ্যাংরেপ রাতভর হলো,  
ক্ষত বিক্ষত একা মেয়ে ছুটল বারান্দায় 
লাফিয়ে পড়লো ভোরের  ব্যস্ত জনপথে, 
উলঙ্গ মেয়েটির বিস্ফারিত চোখ আকাশ দেখে! 
জনতা মুখ ঘুরিয়ে দ্রুত পায়ে পালিয়ে যায়
ভেতরে আগুন জ্বলে ধ্বংস করে দিতে চায় সব, 
ট্রাফিক পুলিশ বেপাত্তা আইনী রক্ষক চোখ বুজে 
মেয়েটি কোন সাহায্যই পেলো না মিডিয়া প্রায় নিশ্চুপ
এসব খবর এখন পাবলিকের গা সওয়া বলে খায় না। 
এমনি নারকীয় ঘটনা প্রতিদিন সূর্য উঠেই দেখে
আগামীকাল উঠেও একই দৃশ্য আবার দেখবে
মানুষের পৈশাচিকতার নমুনা নগ্ন কোন মেয়েকে। 
নাথামা পথচারী কোন সাহায্যের কথা ভাবে না
না কাপড় না হোলির রঙে মেয়েটির নগ্নতা ঢাকে। 
মানুষ এগোচ্ছে এগিয়ে একা হয়ে খোলশে ঢুকছে 
জনৈক ক্ষোভ উগরে শুধু বলে  ' স্টুপিড পাবলিক '!


কাজরী,
১৩ মার্চ, ২০১৭

SUNITI Debnath

আমি সুনীতি দেবনাথ, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষিকা। কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প লিখি। কবিতা আমার প্রিয়ভূমি, শৈশব থেকেই হেঁটে চলেছি...

0 comments: