লেখা-লেখি

মন্ত্রগুপ্তি

৮:৪০:০০ AM 0 Comments







© সুনীতি দেবনাথ 

প্রতি রাতে নবনীত কোমল যে চাঁদ
অনিবার নরম আর্দ্র জ্যোৎস্না  ঝরায়
পৃথিবীর এপিঠে ওপিঠে রাতভর
আজ তার দেখা নেই
ডাকিনী যোগিনীর কৃষ্ণ উত্তরীয় ঢেকেছে
পুরোটা মুখ তার ঢেকেছে জ্যোৎস্নাও নেই
আকাশের আগাপাশতলাও ঢেকে গেছে
সন্ধ্যের গর্ভস্রোতে নেমে এলো অকাল বর্ষণ
সারারাত ঝমঝম ফাল্গুনী বসন্তের অবশেষে  
প্লাবিত চৈতন্যের মগ্ন চরাচর
এ বর্ষণের শেষ নেই আলোও তো নেই
তবু যেন কিছু থেকে যায় বৃষ্টিধারায়
উজ্জীবনের মন্ত্রগুপ্তি পৃথিবীর বুকে
কিশলয়ে কুসুমের সহাবস্থানে
বৃষ্টি শেষে সৃষ্টির সুরে
আন্দোলিত হয় নতুন প্রেরণা

কাজরী,
১২ মার্চ, ২০১৭

SUNITI Debnath

আমি সুনীতি দেবনাথ, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষিকা। কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প লিখি। কবিতা আমার প্রিয়ভূমি, শৈশব থেকেই হেঁটে চলেছি...

0 comments: