লেখা-লেখি

যাত্রা

২:১৩:০০ PM 0 Comments


















© সুনীতি দেবনাথ

উৎসর্গঃ 
প্রিয় বোদ্ধা ও যোদ্ধা কবি পিয়ালী বসুকে 
আমার এ কবিতাটি ভালোবেসে উৎসর্গ করছি  ।

             


এই পথে একবারই চলা যায়
তাও সম্মুখে হেঁটে,  পশ্চাতে যায় না ফেরা। 
হেমলক পাত্র পূর্ণ বেদনা মাধুরী আছে, 
পজিটিভ দৃষ্টিতে দেখি গভীর এক ক্ষীণ স্রোত
অন্তরালে ঢেউ তোলে ঢেউ ভাঙ্গে
সে আনন্দ নিকষিত হেম বৈ তো অন্য কিছু নয়! 
উদাসী বাউল তুমি ঝরা পাতা মাড়িয়ে
চলে যাও অন্ত না জানা এ পথে, 
মোড় পার হলেই হয়তো সমাপ্তির যতি চিহ্ন
ওপারে কি আছে জানি না তুমিও জানো না! 
জানা সত্যকে ঠেলে তবু অজানার ক্রন্দন 
এ পথে হয়তো হয়েছি নিঃস্ব পেয়েছি কি কম, 
হতে পারে শোকরূপী নীলকান্তমণি কিংবা
আনন্দস্বরূপ নিত্য দিব্য জ্যোতির্লেখা। 
ওপারে তো অজানা শূন্য এক মহাশূণ্য
মৃত্যুর সীমানা দিয়ে ব্যবচ্ছেদ করা লোক, 
তার জন্য এ জীবন যাপিত ক্ষণ মিথ্যা হবে?
মৃত্যু যদি ধ্রুব সত্য জীবনও তো প্রত্যক্ষ গোচর।


কাজরী,
১৩ মার্চ, ২০১৭

SUNITI Debnath

আমি সুনীতি দেবনাথ, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষিকা। কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প লিখি। কবিতা আমার প্রিয়ভূমি, শৈশব থেকেই হেঁটে চলেছি...

0 comments: