লেখা-লেখি

শুরু

৩:২২:০০ PM 0 Comments






© সুনীতি দেবনাথ

আবার যদি এমন হতো
ডাকপিয়ন এসে ঝকঝকে খামটা
হাতে দিয়ে দাঁত কেলিয়ে বলতো,
' আপনার  চিঠি '!
খামটি খুলেই বিস্ময়
কার লেখা জানিনা।
তৎক্ষণাৎ ঠিক তৎক্ষণাৎ
নতুন করে শুরু হলো
জীবনটার,  জলজ্যান্ত
এই জীবনটার।
এটা কিন্তু জানি
এবার ঠিকঠাক বাঁচতাম
একশোয় একশো নম্বর পেয়ে।

কাজরী,
২৮ ফেব্রুয়ারি, ২০১৭

SUNITI Debnath

আমি সুনীতি দেবনাথ, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষিকা। কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প লিখি। কবিতা আমার প্রিয়ভূমি, শৈশব থেকেই হেঁটে চলেছি...

0 comments: