লেখা-লেখি

২:৫৯:০০ PM 0 Comments







স্বপ্নের গগনচুম্বী সাতমহলা বানাতে চেয়ে
দিনকে রাত রাতকে দিন করে চলেছিল সে
সে জানতো স্বপ্নের নরম পালকগুলি কবোষ্ণই হয়
জানতো না দুঃস্বপ্নেরা কঠোর পদক্ষেপে
মার্চপাস্ট করে শয়তানের অঙ্গুলি সংকেতে 
শরৎ মেঘের হালকা চলনে স্বপ্নের শোভাযাত্রা
দুঃস্বপ্নের কালবোশেখী তছনছ করে সবকিছু 

SUNITI Debnath

আমি সুনীতি দেবনাথ, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষিকা। কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প লিখি। কবিতা আমার প্রিয়ভূমি, শৈশব থেকেই হেঁটে চলেছি...

0 comments: