স্বেচ্ছানির্বাসন
© সুনীতি দেবনাথ
শেষ অব্দি রাত গভীরে দেহকে দুমড়ে মুচড়ে
ম্লান আলোর মত স্বচ্ছ কিছু একটা বৃত্তের মাঝে
অনড় অচলে আমি নয় যেন আর কাউকে
ঘূর্ণায়মান করে চূর্ণ চূর্ণ করতে চেয়েছিল
তাই সর্বশেষ সিদ্ধান্তটি নিতেই হলো অবশেষে।
আমি নাকি সেই মেয়েটির স্বেচ্ছানির্বাসনে যাওয়া
একমাত্র ঠিকানা হয়ে গেল, রাতের শেষ প্রহরে
খোলা দরজার চৌকাঠ পার হতে তিরিশ সেকেন্ড
উঠোন পেরিয়ে পথে নামতে আরো তিরিশ
আকাশে তাকালাম ধোঁয়াটে জ্যোৎস্না কেটে কেটে
কেটে কেটে সপ্তর্ষিমণ্ডল পেরিয়ে উল্কাপতন হলো
ধূমায়িত লাভাস্রোতে থরথর কেঁপে ভূমি যামিনী সাথে
নতুন সকালের দিকে অবগুন্ঠনে মুখ ঢেকে তাকালো
ধরিত্রী তুমি পেছন ফেরো নয়ন তুমি শুষ্ক কঠিন হও
স্বেচ্ছানির্বাসনকালে আত্মার প্রতিকণা মুক্তি চায় শুধু
কাজরী,
১০ জানুয়ারি, ২০১৭
0 comments: