লেখা-লেখি

আগুন জ্বলে

৬:১৯:০০ AM 0 Comments



















© সুনীতি দেবনাথ

এমন আগুন আছে জ্বলেই শুধু
               নেভানো কখনোই যায় না,
               এমন জল আছে
               আগুন নিয়ে খেলে শুধু
               নেভায় না কোনদিন, কখনো।

ফাগুনে পলাশ ফুলে আগুন লাগে
             মনে জাগে হিমেল বিদ্রোহ,
             বিপ্লব বহুপথ হেঁটে
             ইতিহাসের পালঙ্কে ঘুমায়,
             আগুন জ্বলে শুধু একান্তে।

কাজরী,
০৫ ফেব্রুয়ারি, ২০১৬

SUNITI Debnath

আমি সুনীতি দেবনাথ, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষিকা। কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প লিখি। কবিতা আমার প্রিয়ভূমি, শৈশব থেকেই হেঁটে চলেছি...

0 comments: