লেখা-লেখি

দুই নদী

৬:২৮:০০ PM 0 Comments








© সুনীতি দেবনাথ


কালো নিকষ কালো অরণ্য সবেমাত্র পার হলাম
এ অরণ্যের প্রলম্বিত ছায়া এক সময় আমার
সামনে শুয়ে হাঁটছিল আমার গতির সঙ্গে মিলে,
একসময় ধীরে মাথায় উঠলো চুলে বিলি কেটে
ঢুকে গেলো আমার অন্দরে, আমি কিছু বলিনি।
বিকেল হতেই আমার ভেতরে ছায়া ভাঙ্গছে
কাঠঠুকরো সময় ঠুকেই চলেছে ঠক ঠক ঠক
ভেঙে ভেঙে ছায়াটা চূর্ণ জলকণার মত পেছনে
রক্ত জলে মিশে অলৌকিক নদীর মত শুয়ে পড়ে।
অরণ্য শেষে সামনে আরেক নদী বিক্ষোভে ভয়াল পেছনে নদী সামনে নদী আমি টলমল মাঝখানে
পেছনে অরণ্য ছায়ে শুয়ে আছি পাশে শুয়ে পৃথিবী আমার,
সব রক্ত জল অশ্রু একাকার হয়ে নদী হয়ে কাঁদে  কুলকুল।
সামনে বিশাল নদী কূলপ্রান্তহীন পারাপারের তরী বিহীন
তরঙ্গ গর্জনে ভীষণ হাহাকারে জল ভাঙ্গে ঢেউ শুধু  তোলে
আর অনন্ত অসীমে চেয়ে করুণ আর্তিতে আক্রোশে ফুঁসে।

কাজরী,
৩ অক্টোবর, ২০১৬

SUNITI Debnath

আমি সুনীতি দেবনাথ, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষিকা। কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প লিখি। কবিতা আমার প্রিয়ভূমি, শৈশব থেকেই হেঁটে চলেছি...

0 comments: