লেখা-লেখি

আলোহীন গুলবাহার

৮:৫৫:০০ PM 0 Comments














© সুনীতি দেবনাথ


শব্দগুলি ছররা বুলেটে ছড়িয়ে যায়
কবিতার শরীরে ধরে রাখা যায় না কোনমতে।
উপত্যকায় ভালোবাসার আকালে
নুপূর নিক্কনে নয় শব্দগুলি সেজে ওঠে ছররা বুলেটে।
হায় ইনশা,  ভালোবাসা নয়,  বেদরদী
টহলদার উপত্যকার অলিতে গলিতে দিনরাত—
যেখানে প্রাণের স্পন্দন দেখে বুলেট ছড়ায়।
রাতারাতি উপত্যকা সন্ত্রাসীতে ছেয়ে গেছে
মানুষ একটিও নেই কাকপক্ষীও নেই
আছে শুধু ছররা বুলেটধারী আর সন্ত্রাসী।
ইনশা, তুমিও সন্ত্রাসী বুঝি? তুমি জানো কি তা?
তোমার দুচোখ আলোহীন,  ফিরবে কি?
তুমিও জানো না, আমিও না।
জানি শুধু চৌদ্দটা বছর কাশ্মীরীদের
সন্ত্রাসী হবার পক্ষে যথেষ্টই বটে,
হয়তো আগামীর দিনগুলি
সারাদেশে সন্ত্রাসীর সংক্রমণ হবে।
সাহসী হও ইনশা, চোখ দুটি আলোময় হবে।
প্রমাণ দেবে না তুমি সন্ত্রাসী নও মানুষ,
কাশ্মীরী গুলবাহার?

কাজরী,
১৫ অক্টোবর, ২০১৬

SUNITI Debnath

আমি সুনীতি দেবনাথ, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষিকা। কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প লিখি। কবিতা আমার প্রিয়ভূমি, শৈশব থেকেই হেঁটে চলেছি...

0 comments: