লেখা-লেখি

রৌদ্র তোমার মহিমা

৬:১০:০০ PM 0 Comments








Photograph by my favourite Photo-Artist Suman Mukharjee, Sodepur,  Kolkata, lndia







© সুনীতি দেবনাথ


আকাশের মহিমা ঝরে পড়ে
লুটেপুটে নেয় শতাব্দী পুরোনো মৃত্তিকা
তরঙ্গ বাহু উত্তাল জল কেড়ে নেয় কিছু কিছু
এক ঠাঁই স্তব্ধ দাঁড়ানো বৃক্ষ আলোকিত স্নান শেষে
স্নিগ্ধ হয়ে সবুজ সবুজ পাতা মেলে
প্রাণ কণা আঁজলা পেতে নেয়
রৌদ্র তোমার মহিমা !

রৌদ্রদীপ্ত মানুষেরা একদিন
শপথ নিয়েছিলো আলোময় হবে
প্রাণের বিভাসিত উচ্ছ্বাসে রৌদ্রময় হবে
মানুষের জীবনে সংসারে রৌদ্র ঘরানা গড়ে নিয়ে
মহিমান্বিত ধ্রুবপদে রৌদ্র উজ্জ্বল বন্দিশে
জীবনের জয়গান গেয়ে যাবে
রৌদ্র তোমার মহিমা !

এখন শতাব্দীর প্রহর আলোহীন
দিশেহারা অন্ধকারে তোমার মহিমা বিলুপ্ত
শীতঘুমে গর্ত গভীরে  লুকোয় ভগ্ন মেরুদণ্ড প্রাণী  
দুর্যোধন শকুনী আরো অন্ধকারে পাশার চাল চালে
রোদেলা মানুষের লাশের কলঙ্কিত মিনারে
ছিন্ন পতাকা বেঁকে ঝুলে পড়ে থাকে
রৌদ্র তোমার মহিমা !


কাজরী,
১৬ অক্টোবর, ২০১৬


SUNITI Debnath

আমি সুনীতি দেবনাথ, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষিকা। কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প লিখি। কবিতা আমার প্রিয়ভূমি, শৈশব থেকেই হেঁটে চলেছি...

0 comments: