লেখা-লেখি

ষষ্ঠপদীর ঝঙ্কার — ষোল

৭:১১:০০ PM 0 Comments










আগুন জ্বলে

© সুনীতি দেবনাথ

মৌন পাহাড়ে এখনো আগুন জ্বলে!
নীল দিগন্তে ধোঁয়াটে অদৃশ্য নিষেধ
আমরা তোমরা ডিগবাজি খায় যেন —
জাতি জনজাতির মৈত্রী তবে কি খেলো?
বাঁধ ভেঙে মরে গেলো জনজাতির ছেলে,
জাতির ঘরে আগুনে পুড়ে ছাই বিশটি বাড়ি !

কাজরী,
১৮ মে, ২০১৬

SUNITI Debnath

আমি সুনীতি দেবনাথ, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষিকা। কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প লিখি। কবিতা আমার প্রিয়ভূমি, শৈশব থেকেই হেঁটে চলেছি...

0 comments: