ঈশানে অশনিসংকেত
© সুনীতি দেবনাথ
আমাকে তিনি বলতেন
তিনি মানে লাবণ্যলতা গাঢ় গলায়
পটচিত্র চোখ বিস্ফারিত করে
বলতেন
ঈশান কোণে যখন মিশমিশে কালো
দত্যিপানা পাহাড়সারি মেঘ উথলাবে
আর ছলকানো বিজলি
আকাশের বুক চিরে করবে
ফালা ফালা
গাছগাছালি থমকে নিথর
সাবধান সর্বনেশে ঝড় আসবেই |
আজ লাবণ্যলতা হারিয়ে গেছেন
অনালোকিত না ফেরার
ঠিকানাহীন কোন ঠিকানায় !
আজ ঈশান ভয়ঙ্কর
সব সংকেত আগুনজ্বালা
নটভৈরব উদ্দাম মাতোয়ারা
কৃষ্ণ ঘনঘটা আকাশজোড়া
বিদ্যুৎ মেতেছে অগ্নিসজ্জায়
মেঘের মিনার ছোঁয়া পাখিদের
ডানা থরথর, একা কাক কাঁতরায়
ভয়াল আবহে !
এই মহা বিপর্যয়ে ভয়ানক কালে
চারপাশে বিনাশতূর্যের
বিষণ্ণ নির্ঘোষে মহাপ্রলয়ের বার্তা
এখন ধ্বনিত প্রতিধ্বনিত—
এবার আমি কি করব লাবণ্যলতা?
কাজরী,
৮ আগস্ট, ২০১৪
0 comments: