একমুঠো আগুন দিন
© সুনীতি দেবনাথ
এমনতরো আগ্নেয়প্রবাহ
বুকে নিয়ে আপনি
এতদিন ধরে সামলান কিভাবে ?
কিভাবে আগুনে পুড়ে খাঁটি হন,
আর কবিতার হাতুড়ি পিটিয়ে
মানুষের বিবেক জাগান |
আপনাকে যতই দেখি
বিস্ময় জাগে_
নিরুদ্বেগ মুখ নির্বিকল্প ছবি
আবর্জনা পোড়াতে এতই অগ্নিস্রাবী!
এমন উত্তাল ভালবাসার সমুদ্র
মানুষকে ঘিরে অতন্দ্র সারাকাল |
আপনাকে জানা বা বুঝা
বড়ই কঠিন, বিষম ব্যাপার!
এই আকালে বিশাল মনের আবাদ
সকলের চিন্তা ভাবনা
বাঁচা মরা আর
জীবন যন্ত্রণার সমাধান ভাণ্ডার
এসব নিয়ে আপনার সংসার
সংকুলান হয় কোন্ মন্ত্রবলে?
একবার খুলে বলবেন?
একমুঠো আগুন দেবেন?
শুধু একমুঠো আগুন!
তা দিয়েই দাবানল জ্বালাবো _
জঞ্জাল পুড়িয়ে দিয়ে
পরিশুদ্ধ মন পরম রতন পাবো
পাবো সোনা হবার মন্ত্রগুপ্তি !
কাজরী,
৬ সেপ্টেম্বর, ২০১৪
0 comments: