আজ বিশ্ব কবিতা দিবস
© সুনীতি দেবনাথ
আজ বিশ্ব কবিতা দিবস
আজ নতুন কোন ভাবনা ঝড় তোলেনা
শুধূ মনে জাগে অনেক কবিতাকে
ডেকে পাশে আসর বসানো যেতই
হয়নি তা |
তাই বলতেই হয়
যাক ভেসে যাক সব কিছু ভেসে যাক
জুড়ির মন্থর স্রোতে ভেসে যাক|
অস্তিত্বে আর নাড়ীতে নাড়ীতে লাভাস্রাবী তুমুল ভূকম্পন
অহল্যাভূমি মনে মনে পাথর
বন্ধ্যা মাটি ক্রন্দন মুখর |
শুনেছি ওপাড়ায় আজ কবিতা উৎসব—
নবীন প্রবীনেরা স্বরচিত কবিতা পড়বেন
ছয়লাপ হবে কবিতায়
কিন্তু আমন্ত্রিত নন নেরুদা রবি ঠাকুর |
অনুপস্থিত আরও বহুজন—
প্রশ্নটা হচ্ছে কবিতা কি পৈত্রিক সম্পত্তি কারো ?
এ তো বিশ্বমানবের
আত্মার উত্তরাধিকার পবিত্র প্রাপ্তি!
কবিতার ঝড়ো নিঃশ্বাস
বিপুল উদ্দাম আবির্ভাব যখন শুধু মানুষের জন্য ,
পতাকাবাহী সানন্দে হবো ,
অন্ধগলিতে চলাচলে আপত্তি |
মানুষটা আপনি সুশীল যতই হোন
বিশ্বাস করব ঠিক তখনই
বোবা মুখের কথা উচ্চারণে যখন নন দোনামনা | ক্রান্তিকালে উদোম নৃত্য নয় যুদ্ধ মাদল বাজান!
তখন আমন্ত্রন না পেলেও নিশ্চয়
রবাহূত হলেও ওঁরা আসবেন
কবিদের মিছিলে নতুন নেরুদা আর
রবি ঠাকুরেরা , আওয়াজ ধ্বনিত হবে
'বিশ্ব কবিতা দিবস জিন্দাবাদ ' !
কাজরী,
২১ মার্চ, ২০১৪
0 comments: