লেখা-লেখি

আপনার চোখে জল?

৮:৩১:০০ PM 0 Comments







আপনার চোখে জল?
----------------------------
©সুনীতি দেবনাথ

মানায় না একদম বেমানান
আপনার চোখের জল।
আগুন ঝরানো চোখে জল?
আমি বিস্মিত বেবাক স্তম্ভিত
জল ঝরানো তো এই আমাদের মত
ছাপোষাদের এক্তিয়ারে পড়ে এটাই জানি।
আপনি তো নির্ভীক যোদ্ধা
তবু চোখে জল?
আপনিও কি তবে আমাদের মত
রক্ত মাংস হাড়ের কাঠামোয় কথা বলেন?
দেখুন যোদ্ধারা শুধু যুদ্ধই করবে তার
বেশী  একটুও নয় এটাই আমরা জেনে
আসছি জীবন জুড়ে। এও জেনেছি
সময় বুঝে হাততালি  আর নয়তো
কুশপুত্তলিকা পোড়ানো সেই সব যোদ্ধাদের
যাঁরা বেবাক বুদ্ধু কিসব কথাবার্তা  বলেন
বলেন মানুযই সব ওই যারা শূদ্র নীচে থাকা
পাপোষের মত!  ওদের জন্য আরেক পৃথিবীর

সম্মানিত জীবন চাই মানুষের মত বাঁচার অধিকার চাই।
আপনি তো প্রাজ্ঞজন অনেক পথ হেঁটেছেন
আপনি সোনার পাথরবাটির প্রবাদটি
একদম ভুলে গেছেন? এটাই তো ঠিক কথা
আমাদের চৌদ্দ পুরুষ জানত আমরাও জানি
সভ্যতার সেই প্রথম প্রভাতে একটা চুক্তি
এমন একটা দাসত্বের চুক্তি খৎনামা লেখা
হয়ে গিয়েছিল যার সার কথা
একদল এবং ওদের সংখ্যাই বেশী
ওরা বীজ পুঁতবে চারা হবে গাছ হবে ফলও
ফলবে আর স্বল্প কিছু লোক তবলা বাজাবে
  তেরে কেটে তাক ধিন্। আমি অতো তত্ত্বকথা
জানিনা শুধু  যাপনের পথে দেখে জেনেছি এসব চলছে  চলতে  থাকবে  ! আমার সন্তান
কোনদিন দুধেভাতে থাকেনি থাকবেও না।একটা প্রলয় চাই মহাপ্রলয় বহু ধর্মশাস্ত্রে বর্ণিত অঝোর বর্ষণ -পৃথিবী প্লাবিত হবে নতুন
 প্রাণ জেগে উঠবে বর্ষণ শেষে।
আবার সৃষ্টি চলবে স্বচ্ছন্দ গতিতে আর
মানুষ মানুষ হয়েই গাইবে জয় নব উত্থান
বিপ্লবের সৈকতে হবে মানুষের মহামিলনের মহান উৎসব। এসব কথা সেই সোনার পাথর বাটি!  সংসারে সমাজে ঘুণপোকা আছে
ওরা হাসছে। আপনি কি বিচলিত? আমি
এই আমি আপনাকে দেখেছি তাই
সিমন বলিভারের মত উচ্চারণ করবোনা
"না আমরা কোনদিনই সুখী হবনা  "।
তবু আজ আপনার চোখের গঙ্গা পদ্মা  দুটি ধারা জানিয়ে দিল আপনিও রক্ত মাংস নিয়ে
একদম আমাদের মত সেন্টিমেন্টাল জীব।
পর্দা যখন উড়েই গেছে আসুন আপনার চোখের জল সবাই মিলে ভাগ করি
আপনার আত্মা আবার অগ্নিবীণা বাজাবে।

কাজরী,
13 অক্টোবর, 2014

SUNITI Debnath

আমি সুনীতি দেবনাথ, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষিকা। কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প লিখি। কবিতা আমার প্রিয়ভূমি, শৈশব থেকেই হেঁটে চলেছি...

0 comments: