দগ্ধ হই আমি
© সুনীতি দেবনাথ
দারুণ দহনে দগ্ধ হই আমি —
হে আদিত্য পুরুষ শান্ত হও,
তোমার রুদ্র মূর্তি বড়ই কঠোর
প্রতি পলে শুধু দগ্ধ হই আমি!
শুধু এক মুঠো কবোষ্ণ আলো,
এক অঞ্জলি প্রাণকণা দাও শুধু —
হেসে উঠুক চরাচর নদীর তীর,
হাসুক সব পাখি গেয়ে উঠুক গান।
দগ্ধ তপ্ত প্রাণ শান্ত হোক এবার
কোমল কান্ত হোক তাপিত ধরা,
হে আদিত্য পুরুষ প্রাণ আর গান
ধ্বনিত হোক প্রতিটি অঙ্গনে শুধু।
কাজরী,
১৪ নভেম্বর, ২০১৫
0 comments: