লেখা-লেখি

এই সময়

৬:০২:০০ PM 0 Comments





© সুনীতি দেবনাথ


এই স্বৈরিনী সময় প্রতিপল 
অব্যক্ত যন্ত্রণায় বিদ্ধ করে 
ভালোবাসার প্রথম শর্ত বিশ্বাস 
পথচলতি বিশ্বাস হারিয়ে গেলে 
ভালোবাসা বাস্তুচ্যুত হয়ে
ঠুনকো বাতাসে উড়ে পুড়ে যায়।

এই বৈরী সময় ধর্ষণ করে চলে 
আমার প্রিয় স্বদেশকে বারবার, 
ধর্ষণ করে চলে নারীকে, কবিতাকে। 
হায়! ক্ষমতা ব্যভিচারে দুর্ধর্ষ উন্মাদ,
নারীরা লালসার অন্ধকারে বিসর্জিত, 
কবিতার পংক্তিমালা দেউলিয়া হয়ে যায়।

কাজরী,
২৬ আগস্ট, ২০১৬

SUNITI Debnath

আমি সুনীতি দেবনাথ, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষিকা। কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প লিখি। কবিতা আমার প্রিয়ভূমি, শৈশব থেকেই হেঁটে চলেছি...

0 comments: