এই সময়
© সুনীতি দেবনাথ
অব্যক্ত যন্ত্রণায় বিদ্ধ করে
ভালোবাসার প্রথম শর্ত বিশ্বাস
পথচলতি বিশ্বাস হারিয়ে গেলে
ভালোবাসা বাস্তুচ্যুত হয়ে
ঠুনকো বাতাসে উড়ে পুড়ে যায়।
আমার প্রিয় স্বদেশকে বারবার,
ধর্ষণ করে চলে নারীকে, কবিতাকে।
হায়! ক্ষমতা ব্যভিচারে দুর্ধর্ষ উন্মাদ,
নারীরা লালসার অন্ধকারে বিসর্জিত,
কবিতার পংক্তিমালা দেউলিয়া হয়ে যায়।
২৬ আগস্ট, ২০১৬
0 comments: