লেখা-লেখি

এখন সারাবেলা

৪:৪৮:০০ PM 0 Comments






© সুনীতি দেবনাথ

একটা সময় এমনি আসে ঝকাস্ করে
যতই চাইনা কেন আড়ালে থাকি
হয়ে ওঠেনা।
চারপাশ থেকে কতসব,
কতকিছু অক্টোপাস হয়ে আঁকড়ে ধরে।
এটা কি জীবন? না কি মরণ?
কোন কোন প্রিয় মুখ বিচলিত করে
মুখোশের আড়ালে থেকে কেউ
লোলুপ চোখে ছুরি মারে
আমি বুঝে ফেলি সব তবু
নিরুচ্চার থাকাটাই নিরাপদ মনে হয়।

একটা সময় এমনি আসে —
ভালবাসার মানুষগুলি দূরে চলে যায়
কত দূরে?
জানি না যদিও তবু জেনে যাই
পৃথিবীর সব মরুভূমি মাঝখানে।
এমনই হবার কথা অনিবার্য,
তবু বুকের বা পাশে কি এক ব্যথা
চিন্ চিন্ করে মোচড় দিয়ে চলে
সারাবেলা সারাদিন।

লড়াই করে চলেছি প্রতিপল
সুগভীর কোন বেদনার সাথে নয়,
অনেকটা নিজের সাথে, কিছু
ছায়ার মত অধরা প্রিয়মুখের সাথে।
পথ বাঁক নিয়েছে ভিন্ন অভিমুখে।

বেঙ্গালুরু,
৩০ অক্টোবর, ২০১৫

SUNITI Debnath

আমি সুনীতি দেবনাথ, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষিকা। কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প লিখি। কবিতা আমার প্রিয়ভূমি, শৈশব থেকেই হেঁটে চলেছি...

0 comments: