আমায় বসতে দিয়ো পাশে
©সুনীতি দেবনাথ
ক্লান্ত পথে লাবণ্যলতা তোমাকে চাই
উদ্ভ্রান্ত যাত্রায় তোমাকে চাই
এই চলায় তোমাকে চাই।
দেখো আকাশটা কেমন পাঁশুটে ঝড় এলো বুঝি
ঝড়ের ডানায় চেপে চলতে হবে এবার
কোন অজানা কোন সে দেশে জানা তো নেই
শুধু জানি যেতে হবে ঐ অলৌকিক অনন্তে।
হাতে হাত মেলাবার কেউ নেই
কেউ পাশে থাকবেনা শীতল আঁচল নিয়ে
ক্লান্তির হীরেকণা স্বেদ বিন্দু মুছিয়ে দিতে।
এক এমন বৃক্ষশূন্য প্রাণশূন্য আলোর বিভাসশূন্য যাত্রা
লাবণ্যলতা ঐ পথে শূন্যতা শুধু
শূন্যতা কেঁদেই চলে শূন্যতার বুকে।
ওখানে প্রদীপ্ত আলোককণার বিসারী বৈভব নেই
অন্ধকারও পথ ভুলে হয়েছে বিবাগী
নেই আলো নেই আঁধারের দেশে যাবো
যোজন যোজন হেঁটে পায়ে মেখে ধুলো
কোন ধুলো?সে ধুলোয় আছে কি মেশানো
সমগ্র গতির স্থন্দিত ভাষা অফুরান
আছে কি যাযাবরী সত্ত্বার সুমিত সুঘ্রাণ?
জানিনা লাবণ্যলতা জানাই হলোনা।
এধুলো মাখা থাক এধুলো চেতনায় মিশে যাক
অনন্ত কামনায় থেকে অনন্তে মিশে অনন্তই হোক।
সেও তো জানিনা ধুলোর ক্রন্দন অনন্তে ঢেউ তোলে কিনা—
কল্পনাও অসীম নয় জানি সীমার বন্ধনে ডানা ঝাপটায়।
লাবণ্যলতা তুমিতো জানো সব সুলুক সন্ধান
শুধু একটিবার বলো আর কত পথ বাকি
আর কতদূরে তুমি একা উদাসীন পেতেছ আসন
,
তুমি কি কারো প্রতীক্ষায় অনন্তের ঢেউ গুনে চলো?
সে কি আমি তোমার আরেক পরিচিতি?
লাবণ্যলতা এখন তোমাকেই চাই
তোমার গায়ের স্পর্শ চাই আর
একটুখানি বসতে দেবে তোমার পাশে?
কাজরী,
৪নভেম্বর, ২০১৪
0 comments: