লেখা-লেখি

সে ও আমি

১১:১৫:০০ PM 0 Comments








© সুনীতি  দেবনাথ

তোর দীপক আর আমার ভৈরবীর যুগলবন্দী
দীপকের রুদ্রতেজ ভৈরবীর করুণ মুর্চ্ছনা
টালমাটাল লয় বন্দিশ্ মেলেনা।
যত বলি এগোসনে আর ফিরে আয়,
সে  হাত নাড়ে
এগিয়েই চলে খাদের কিনারে
আকাশের সীমানায়

নিরাপত্তার বলয় চুরমার হয় শুধু।
পেছনে আমি বুক ধড়ফড়

আকাশ জোড়া
কালবোশেখীর মত্ত কাঁপন
সব হারালো বুঝি  !

আয় ফিরে আয় আর এগোসনে
এক পা আগে খাদ হাঁ করে
গিলে নেবে পিষেচুরে হারিয়ে যাবি
সে উড়ে যায় সর্বনাশের ঝুঁটি চেপে
দুহাত তোলে আকাশটাকে
জড়িয়ে নিতে।

কাজরী,
১৭অক্টোবর, ২০১৪

SUNITI Debnath

আমি সুনীতি দেবনাথ, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষিকা। কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প লিখি। কবিতা আমার প্রিয়ভূমি, শৈশব থেকেই হেঁটে চলেছি...

0 comments: