ছোট বাতায়নে
এই ছোট বাতায়নে কতটুকু হায়,
বিশালের পরিমাপ ধরে রাখা যায়!
আকাশের সীমানাটা আকাশ জানে না
রশ্মিময় সূর্যবিভা আকাশ পেরিয়ে
তবু পৃথিবীর বুকে লুটোপুটি খায়,
অনন্তে অনন্ত হাসে আলোর বিভাসে!
লেখা-লেখি
৩:৩৫:০০ PM কবিতা 0 Comments
আমি সুনীতি দেবনাথ, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষিকা। কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প লিখি। কবিতা আমার প্রিয়ভূমি, শৈশব থেকেই হেঁটে চলেছি...
0 comments: