লেখা-লেখি

হরিয়ালি এ বসন্তে

৩:৫৪:০০ PM 0 Comments




© সুনীতি দেবনাথ

হরিয়ালী এ বসন্তে পত্রহীন গাছে গাছে
কিশলয় উঁকি মেরে নীল দেখে আকাশের
ফুলকলি হেলেদুলে হাসে মিটিমিটি রঙের বিভাসে
বিজয়ী এ ঋতু ওড়ায় লাল নিশান পলাশে শিমূলে
কুহু কুহু গান গায় পঞ্চম সুরে কোয়েলিয়া বিলাসে
বসন্তবাহারে কবি রচেন সপ্তপদী সরস মধুর বোলে
আহা!  বসন্ত এলো ফাগ ফাগুনের রক্তিম উল্লাসে।

কাজরী,
২০ ফেব্রুয়ারি, ২০১৬

© সুনীতি দেবনাথ

হরিয়ালী এ বসন্তে পত্রহীন গাছে গাছে
কিশলয় উঁকি মেরে নীল দেখে আকাশের
ফুলকলি হেলেদুলে হাসে মিটিমিটি রঙের বিভাসে
বিজয়ী এ ঋতু ওড়ায় লাল নিশান পলাশে শিমূলে
কুহু কুহু গান গায় পঞ্চম সুরে কোয়েলিয়া বিলাসে
বসন্তবাহারে কবি রচেন সপ্তপদী সরস মধুর বোলে
আহা!  বসন্ত এলো ফাগ ফাগুনের রক্তিম উল্লাসে।

কাজরী,
২০ ফেব্রুয়ারি, ২০১৬

SUNITI Debnath

আমি সুনীতি দেবনাথ, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষিকা। কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প লিখি। কবিতা আমার প্রিয়ভূমি, শৈশব থেকেই হেঁটে চলেছি...

0 comments: