লেখা-লেখি

প্রান্তিকে অধরা আলো

১০:৪৩:০০ AM 0 Comments












   © সুনীতি দেবনাথ
       


প্রান্তিকে অধরা আলো রাত গভীর নিশুতি
নক্ষত্রের অশ্রু ঝরার কাল
বড়সড় অঘটন ঘটে যেতে পারে
মেয়ে তুই দোর বন্ধ করে থাক্
ভুলেও খুলিস্ নে।
এখন মায়াবী মারীচ দলে দলে ঘোরাফেরা করে
অন্ধকার পথে নামিস্ নে মেয়ে
রাবণেরা ওত্ পেতে আছে।
এই অন্ধকারে মেয়ে তুই
চোখ খোলা রেখে ঘুমোস্,
না না জেগে থাক্ নিঃশব্দে নিঃসাড়ে।

মেয়ে তোকে লুটেপুটে নেবে শেয়ালে কুকুরে
এরপর রক্তাক্ত শরীর তোর নর্দমায় দেবে ফেলে –
এমনকি জনারণ্যে উন্মুক্ত প্রসারে।
প্রতিবাদ জানাবো কাকে, কোন্ ভাষায় জানি না তো।
হাজার হাজার ভাষার সারিতে
এমন কোন প্রতিবাদী ভাষা আজও সৃষ্টি হয়নি,
আর প্রতিবাদ জানানোর ব্যক্তি বা প্রতিষ্ঠান
দূরবীণ- অনুবীক্ষণ নিরীক্ষণে পাবি না তো।

মেয়ে তোর একমাত্র পরিচয় শুধু মেয়ে তুই
পাঁচ পঁচিশ বা পঞ্চাশ বা তারও বেশী
মেয়েলি শরীর নিয়ে ভোগ্য পন্যের পশরা মাত্র
তার বেশী কণা মাত্র নয়।
কথাটা নতুন নয়- এতো সেই কোন কালের
নিরবচ্ছিন্ন প্রবহমান ধারা
ঘরের ভেতরেও, বাইরে তো বটে।
মেয়ে তোর অপমান নিয়ে রাজনীতি হয়-
সেতো হয়েছিল কৌরবসভায় দ্রৌপদীকে নিয়েও,
তারও আগে সুসভ্য আর্যেরা উত্তর ভারতের মাটি
দখল করে পুবে এগিয়ে এলো জল- জঙ্গলের দেশে।
মাটিতে বিজয় পতাকা উড়ল আর অনার্য নারী লুণ্ঠিতা-
স্বদেহের রক্ত দিয়ে টিকা পরাল সিঁথিতে,
হাতে পরিয়ে দিল লোহার শেকল,
নোয়া- সিঁদুরের পবিত্রতা গ্র।স করল নারী সত্ত্বাকে,
নারী পুরুষের অর্জিত সম্পদ – ইতিহাস বলে।

নারীর অপমানের ব্যাকরণ – কঠিন কঠোর নিয়মনীতির শৃঙ্খল,
আর তা নারীর ক্ষেত্রেই কেবল আর্ষ প্রয়োগ।
এই রাজনীতি সমাজনীতি সর্বকালীন, কিন্তু আজ আকাশছোঁয়া-
অগ্রগামী সভ্যতার সর্বোন্নত এক প্রহসন!

মেয়ে তোকে বেঁচে থাকার জন্য
নিজের সম্মান নিয়ে স্বাধীন পার্থিব পদচারণার জন্য,
জন্ম দিতে হবে সেই অজাত মোক্ষম প্রতিবাদের ভাষাকে
প্রচলিত রীতিনীতি ব্যাকরণের কঠোর শাসন
সবকিছু ছুঁড়ে ফেলে দিয়ে উজ্জ্বল অভ্রান্ত অভূতপূর্ব অনন্য নির্মাণ!

দোরে আগল দিয়ে কতদিন কতকাল গোপন অশ্রুপাত
কতদিন আর দেখানো সমবেদনার নির্লজ্জ অপমান,
পাশবিকতার আস্ফালিত চাবুকের আঘাত সইতে হবে?
মেয়ে তোরা সংঘবদ্ধ হ’ আর সুচেতনায় প্রাণিত হয়ে
সেই পথ খুঁজে নে, যে পথের নিশানা দিশা আজও অধরা
আজো যে পথে চলার চিহ্ন আঁকা, আবিষ্কার বাকি রয়ে গেছে।

কাজরী,
১০জানুয়ারি,২০১৫


SUNITI Debnath

আমি সুনীতি দেবনাথ, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষিকা। কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প লিখি। কবিতা আমার প্রিয়ভূমি, শৈশব থেকেই হেঁটে চলেছি...

0 comments: