লেখা-লেখি

জীবন আর কবিতা

১২:৩১:০০ PM 0 Comments







© সুনীতি দেবনাথ

জীবন আর কবিতা, কবিতা আর জীবন—
ভিন্ন সূত্রে বাঁধা নয়, ভিন্ন সুরে সাধা নয়,
জীবন ক্ষয়িষ্ণু যদি বা প্রাণসার কবিতা,
জীবনের বিকল্প নির্যাস কবিতার উদ্ভাস।

ব্যক্তি কবি ক্ষয়িষ্ণু জীবনে ধ্রুব সত্য চেয়ে
নির্মাণ নির্মিতির অনিন্দ্য পথে ক্ষয়ে ক্ষয়ে
কবিতার দেহ এটমিক হিরন্ময় রূপে গড়ে
বিলুপ্তির অবকাশে চিরন্তন হয়ে যেতে চায়।

কালের অশেষ অতন্দ্র পৈঠা ভেঙে হেঁটে যেতে
সত্যের চিরন্তন পলেস্তারা খসে পাল্টে যায় শুধু,
কবি আর কবিতার অস্তিত্ব অনস্তিত্বের দ্বন্দ্বে
সর্বশেষ উপলব্ধি জীবনের আদর্শ জীবন,
কবিতা প্রান্তরে তার সৃষ্টির প্রাণিত স্বাধীনতা।

কাজরী,
৩ মার্চ, ২০১৬ 

SUNITI Debnath

আমি সুনীতি দেবনাথ, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষিকা। কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প লিখি। কবিতা আমার প্রিয়ভূমি, শৈশব থেকেই হেঁটে চলেছি...

0 comments: