লেখা-লেখি

বিদ্রোহী মানবী আমি

৮:৫৮:০০ AM 0 Comments








© সুনীতি দেবনাথ

যদিও পথে কাঁটা বিছানো
তবু আমি চলে যাবো নিঃশব্দ নিশানায়।
ক্ষমা করো কোন একদিন এসেই যায়
শীতল নক্ষত্রের পথে হেঁটে চলে যেতে হয়,
যেতে  যেতে একটি  একটি করে
উপহার সব অমল করুণ পথ পাশে
ফিরিয়ে বিছিয়ে দিয়ে রিক্ততায় ডুব
দিতে হয়।

পথের দুপাশে আজ আলো মুখে
আলো চোখে তাকাবার কেউ নেই 
বিস্মিত হবো না কালই তারা
একে একে নিয়েছে বিদায়, 
নিবু নিবু সব তারা একে একে
নীরবে নিবেই গেলো, 
অদ্ভুত এক অন্ধকার
হিসহিসিয়ে আমাকে গ্রাস করলো।

আমি আমার অস্তিত্বের আবাসে
নীল বিষাদে বিবশ হয়েছি তবু
ভীতির কবলে যাবো না কখনো। 
শুনছি আমি অশ্বের হ্রেষাধ্বনি 
ভয়াল অসির ঝনৎকার 
বৃংহন যূথবদ্ধ হস্তীবাহিনীর 
যুদ্ধ দামামা বেজে উঠেছে দ্রিমি দ্রিমি ঘনঘোর—
প্রলয় আঁধারে আচ্ছন্ন দশদিক।

তবু আমি কেঁপে উঠবো না
তবু আমি কেঁদে ভাসাবো না
চলে যেতে যেতে বলে যাবো
বিদ্রোহী মানবী আমি চাই স্বাধীনতা। 

কাজরী, 
৮ জুলাই, ২০১৫

SUNITI Debnath

আমি সুনীতি দেবনাথ, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষিকা। কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প লিখি। কবিতা আমার প্রিয়ভূমি, শৈশব থেকেই হেঁটে চলেছি...

0 comments: