এবার দ্রোহ
© সুনীতি দেবনাথ
আর নয় ক্রন্দন এবার শুধু দ্রোহ!
ঝড়ের ওপারে নিশ্চয় আছে বিজয়,
আছে নতুন সূর্যের মিঠেল আলোয়
স্নাত হবার উজ্জীবিত হবার সুখ।
তাই কান্না বিষাদ নয় শুধু ভাঙ্গন
যত জঞ্জাল দূর হয়ে যাক এখন,
পুড়ে উড়ে যাক ভেসে যাক চিরতরে।
সব রক্তপিপাসু শত্রু নিপাত যাক,
মুক্ত হই তুমি- আমি সেইসব প্রাণ
বঞ্চিত শোষিত যারা যুগ যুগান্তরে।
এক আশ্চর্য আলোর স্রোতে ভেসে যাই
অত্যাশ্চর্য অলৌকিক আগামীর তীরে।
কাজরী,
২১ ডিসেম্বর, ২০১৫
0 comments: