লেখা-লেখি

ভাবনা গুচ্ছে হাইকু

১১:৩৯:০০ AM 0 Comments

























      © সুনীতি দেবনাথ

১.
নক্ষত্র খোঁজে
আলোর শামিয়ানা
নিশুতি রাতে।

২.
স্বাধীন দেশে
বিষম পরবাস
সহেনা আর।

৩ .
প্রত্যয় নেই
প্রতীতি দিওয়ানা
পশুরা হাসে।

৪.
শুনছো তুমি
কাঁদছে মানুষেরা
পাষাণ কেন?

৫.
ভিখিরি দেশ
ভিক্ষাপাত্র হাতেই
ক্ষুুধার্ত চোখে।

৬.
গোলাপ কাঁদে
কাঁটার ঘেরাটোপে
প্রিয় প্রবাসে।

৭.
বাতাস ছুটে
মৃগশিশু যেন সে
মুক্ত আকাশে।

৮.
পাহাড়ি নদী
চলেছে ধেয়ে ধেয়ে
বেদিশা হয়ে।

৯.
বিবাগী মেয়ে
একাকী পথ চলে
ঠিকানা হারা।

কাজরী,
১৯ মে,  ২০১৫

SUNITI Debnath

আমি সুনীতি দেবনাথ, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষিকা। কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প লিখি। কবিতা আমার প্রিয়ভূমি, শৈশব থেকেই হেঁটে চলেছি...

0 comments: