লেখা-লেখি

চতুষ্পদী

১১:২৮:০০ PM 0 Comments






 © সুনীতি দেবনাথ
         
 ( ১)

প্রাচীনা নদীটি শুয়ে আছি এলিয়ে শরীর
শরীরে মাংসের খাঁজে  শ্যাওলার ঘর,
মৎস্যবিলাসী পাখিরা ঠুকরায় কেবল —
রক্তের স্রোতে ভেসে অনন্তের পথ চলি।


(২)

এ পথে কেবলই চড়াই উৎরাই বেদনার—
মুগ্ধ সবুজের নেই তো প্রলাপ প্রলোভন,
নেই তো আরক্তিম কামনার সমাপাতন,
সব নেই যে প্রান্তরে সেখানেই পরমের ঘর।




কাজরী,
১৮ মার্চ, ২০১৬

SUNITI Debnath

আমি সুনীতি দেবনাথ, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষিকা। কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প লিখি। কবিতা আমার প্রিয়ভূমি, শৈশব থেকেই হেঁটে চলেছি...

0 comments: