চতুষ্পদী
( ১)
প্রাচীনা নদীটি শুয়ে আছি এলিয়ে শরীর
শরীরে মাংসের খাঁজে শ্যাওলার ঘর,
মৎস্যবিলাসী পাখিরা ঠুকরায় কেবল —
রক্তের স্রোতে ভেসে অনন্তের পথ চলি।
(২)
এ পথে কেবলই চড়াই উৎরাই বেদনার—
মুগ্ধ সবুজের নেই তো প্রলাপ প্রলোভন,
নেই তো আরক্তিম কামনার সমাপাতন,
সব নেই যে প্রান্তরে সেখানেই পরমের ঘর।
কাজরী,
১৮ মার্চ, ২০১৬
0 comments: