লেখা-লেখি

কাক জ্যোৎস্না

৪:৪১:০০ AM 0 Comments




      © সুনীতি দেবনাথ 


স্তব্ধতা জমে ওঠে নিঝুম রাতে
কাকজোৎস্নায় অকস্মাৎ
কাক ডেকে ওঠে বনের ওপারে
রাত জেগে পেঁচা ডাকে
কোন গাছের আড়ালে আবডালে 
শব্দ সব নিঃসঙ্গ নিঃশ্বাস ফেলে
এমনি রাতে ঘুমোনো যায়না 
ঘুম আসে নাতো মোটে
জ্যোৎস্নার অঢেল ঢেউ তরঙ্গে তরঙ্গে
আকাশের আঙিনা পেরিয়ে ছলাৎছলাৎ
ঝরে পড়ে পৃথিবীর আনাচে কানাচে 
জ্যোৎস্না সমুদ্রে ভাসে মানব পৃথিবী 

কাজরী,
১৬ মার্চ, ২০১৮

SUNITI Debnath

আমি সুনীতি দেবনাথ, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষিকা। কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প লিখি। কবিতা আমার প্রিয়ভূমি, শৈশব থেকেই হেঁটে চলেছি...

0 comments: