লেখা-লেখি

জানা আছে

৫:২৫:০০ PM 0 Comments







 © সুনীতি দেবনাথ

দুঃখের দুপুরে সব ফুল ঢলে ঢলে পড়ে
তবু ফুল তো ফুলের মতই হয় জানা আছে
সুখের সকালে শিশির সিক্ত সুগন্ধি মদির
তবু এ সুগন্ধ স্বল্পকালের হয় জানা আছে
শৈশব কুসুমকলি আনন্দে ভরপুর হয়
তবু জানি দ্বিপ্রহরের আগুন ওতো আছে
দাবাগ্নির মত পুড়ে যেতে হয় জানা আছে
যে জাহাজী ভোর আজানে নোঙর তুলে
দূর দরিয়ায় দেয় পাড়ি বড় একা সে জানি
উথালপাতাল ঝড়ে নাকাল তাও জানা আছে
এও জানি নতুন বন্দর তাকে হাতছানি দেয়
 পেছনে পড়ে থাকে সারাটা অতীত জানা আছে
তবু সে জানে কেউ তার নেই পেছনে ডাকার
আছে শুধু উত্তাল সমুদ্র সুদূরের না জানা দেশে

কাজরী,
২০ সেপ্টেম্বর, ২০১৭

SUNITI Debnath

আমি সুনীতি দেবনাথ, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষিকা। কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প লিখি। কবিতা আমার প্রিয়ভূমি, শৈশব থেকেই হেঁটে চলেছি...

0 comments: