লেখা-লেখি

ব্যবস্থাপত্র

৯:৩২:০০ PM 0 Comments
















©সুনীতি দেবনাথ

তোর মাংস শরীর হলো আপনার বৈরী
তোকে ঘিরে উন্মত্ত শকুনীরা হিংস্র হয়ে নাচে
ভ্যাপসা শীতল কবর কিংবা আগুন শ্মশান
মুক্তি নেই কোনখানে কোনকালে কোনদিন
এই ফাগুনের রক্তিম পলাশ কত যে ঝরলো
তোর রক্তের ফোয়ারা লালে লাল করে দিলো
ফ্যাকাসে শরীর মাংস তীক্ষ্ণ নখদন্তে বিদীর্ণ হলো
ধুলো ঝেড়ে চশমা নাকে সংবিধানের পাতা উল্টে
সুবিজ্ঞ আইনজ্ঞের কপালে পড়ে ভাঁজের সারি
পচা মাংসের ব্যবস্থাপত্র আদৌ আছে কি লেখা

কাজরী,
২৫ মার্চ, ২০১৭
SUNITI Debnath

SUNITI Debnath

আমি সুনীতি দেবনাথ, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষিকা। কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প লিখি। কবিতা আমার প্রিয়ভূমি, শৈশব থেকেই হেঁটে চলেছি...

0 comments: