লেখা-লেখি

আজ রাতে আর ঘুম নেই

১:২১:০০ AM 0 Comments
















© সুনীতি দেবনাথ 


আজ রাতে আর ঘুুম নেই
তারাদের সাথে হবে বার্তালাপ
অশ্রু ঢেলে সাজাতে হবে 
ঘাসেদের ডগা আছে যারা 
বিবর্ণ প্রান্তরের আনাচকানাচে
তারাদের সজল চোখে
শতাব্দী প্রাচীন জমাট বেদনা 
গলে গলে বৃষ্টির মত ঝরবে
আজ আমি সারারাত ভিজে
স্নান করে যাবো অবিরাম 
আকাশ ভিজবে বাতাস ভিজবে
অরণ্য প্রান্তর মৃত্তিকা চরাচর
গ্রাম বন্দর শহর নগর স্নাত হবে
উদীয়মান সূর্যের প্রথম আলোয়
আমি নতজানু হবো পৃথিবীর পথে 
সমগ্র বিশ্বকে প্রণাম জানাবো
অমানবিকতার জন্য সমগ্র
মানব সত্তার হয়ে মার্জনা চাইবো 

কাজরী,
৫ মার্চ, ২০১৭ 

SUNITI Debnath

আমি সুনীতি দেবনাথ, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষিকা। কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প লিখি। কবিতা আমার প্রিয়ভূমি, শৈশব থেকেই হেঁটে চলেছি...

0 comments: