লেখা-লেখি

৯:৩৬:০০ PM 0 Comments





অরণ্যানী সবুজ প্রান্তর জলবতী নদীমালা —
সবই এখন আশংকায় অন্তরে অন্তরে কাঁপছে।
মানুষ বদলে যাচ্ছে তাদের মূল্যবোধ নেই আর
পৃথিবীও নতুন ফর্মুলার মূল্যবোধ গড়ছে গড়ছে।
বড়সড় বিজ্ঞানীরা নাকি বলেছেন চাঁদের দেশটি
পূর্ণ হয়ে আছে মূল্যবান সম্পদ প্ল্যাটিনাম সোনাতে,
বড়বড় মাথা সব পায়তারা কষছে চাই চাই সব চাই —
শংকিত পৃথিবীর একটিই উপগ্রহ ফাঁপা হয়ে যাবে কি,
আয় আয় চাঁদ মামা টি দিয়ে যা কেবা কাকে বলবে?




SUNITI Debnath

আমি সুনীতি দেবনাথ, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষিকা। কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প লিখি। কবিতা আমার প্রিয়ভূমি, শৈশব থেকেই হেঁটে চলেছি...

0 comments: