লেখা-লেখি

ফেরা যায় না

৭:২৬:০০ PM 0 Comments






© সুনীতি দেবনাথ 

আরণ্যক অন্ধকারে ডুব দিলে
কন্যা তুই ফিরবি না কোনদিন।
ঘরের শীতল কোণে জাফরানি আলোয়
তোর ঘরে প্রদীপ না জ্বেলে
মুঠোভরা আলো নিয়ে ডুবে গেলি
এমন নিঃস্তব্ধ স্রোতে ঝিনুক বুকে। 
ঠোঁট চেপে শিস্ দেয়
অতল জলের তলে তোকে ঘিরে
কালসাপেরা ফণা তুলে —
ঘরে ফেরা আর কোনদিন হবে না
সব দরজা জানালা রুদ্ধ হয়ে গেছে
আলোর সীমানার কালোর দিগন্ত
হাতছানি দেয় শুধু, দেয় চিরকাল।
প্রদীপ্ত মশাল হতে চেয়ে কেউ কোনদিন
আগুনের বৃত্তে আগুন হয়ে যায় না
জ্বলে পুড়ে অঙ্গারও তো হয় না। 


কাজরী,
১৯ নভেম্বর, ২০১৬

SUNITI Debnath

আমি সুনীতি দেবনাথ, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষিকা। কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প লিখি। কবিতা আমার প্রিয়ভূমি, শৈশব থেকেই হেঁটে চলেছি...

0 comments: