লেখা-লেখি

ষষ্ঠপদীর ঝঙ্কার — চার

৫:১৩:০০ PM 0 Comments






© সুনীতি দেবনাথ

সাত সমুদ্র একটি আকাশ যখন মেশে তোর চোখেতে,
ঢেউয়ের তালে মাতাল আমি সাকী তোর দৃষ্টি বাণে,
তোর চোখের ঐ গোলাবী নেশায় বেভুল আমি
দিশেহারা হয়ে বেড়াই জমিন আকাশ বেহেশতে!
দে লো সাকী দে সিরাজী দিল খুশ হয়ে যাক আমার,
তোর গুলশানে আমি বুলবুল শোনাবো প্রেমের গজল।

চেন্নাই,
২২ এপ্রিল, ২০১৬

SUNITI Debnath

আমি সুনীতি দেবনাথ, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষিকা। কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প লিখি। কবিতা আমার প্রিয়ভূমি, শৈশব থেকেই হেঁটে চলেছি...

0 comments: