লাবণ্যলতা ও আমি
© সুনীতি দেবনাথ
লাবণ্যলতা কোন সত্যকে আঁকড়ে
জীবন পরিক্রমা করেছিলেন?
প্রেম?
সে তো শৈশবেই বিক্রি হয়ে গেছে
পোড়া ঈশ্বরের কাছে |
সংসার ?
তিনি ছাড়া কেউ তো ছিলনা তার |
সন্তান?
সে পথে কাঁটা বিঁধেছিল !
মাগনা আর খেতে পাবে না
প্রয়োজনে ভিক্ষে কর --
সেদিন তাঁর মন হল পাথর
গ্রানাইট হার মানা
লাবণ্যলতা নামলেন পথে
না ভিক্ষের ঝুলি কাঁধে নয়
দাউ দাউ আগুনের শিখা
লাবণ্যলতা অনন্ত স্নেহের লতা
তাঁর আরেক নাম প্রত্যয়
তাঁর ছিল আকাশ জোড়া ভাঁড়ার
কত সূর্যকণা মণি ছিল আরও
ঝিলিক হানা বিদ্যুৎ ভৈরব বজ্র
মেঘমল্লারের আলাপ আর
অস্তরাগের উদাসী ভালবাসার
ভৈরবী বিস্তার কোমল গান্ধার
সব স্বপ্নের আঁকিবুকি !
এমনি ঠিক এমনিই আমার
বসরাই গোলাপ সুগন্ধা লাবণ্যলতা!
বিশ্বাস করো লাবণ্যলতা
তোমার প্রত্যাশা ভাঙ্গতে চাইনি
তবু হলো খান্ খান্ !
লাবণ্যলতা আমিও শুধু ভাঙ্গছি
তোমার মত প্রত্যয় যে নেই !
কাজরী,
২আগস্ট, ২০১৪
0 comments: