জানা হলো
© সুনীতি দেবনাথ
রাত্রিও সমুদ্র হয় তরঙ্গের তুফান তোলে
জানা হয়ে গেল,
রাত্রিও আকাশ হয় বুকভরা শূন্যতার মাঝে
এও জানা হলো।
এমন এক সীমান্তে এসে গেছি কোনও পার নেই
তারপর কোথা যাবো সেও অজানা,
তবু কোনও ভীতি, কোনো বেদনার লেশমাত্র
আমার অস্তিত্বে কোন বসত গড়েনি।
এখানে এই একান্ত যাপনে অন্য এক জগৎ
ইশারা ইঙ্গিতে নিরন্তর হাতছানি দিয়ে চলে,
যদিও অকালে ফোটা আমের মুকুলে দেখি
মধুময় জীবনের স্পষ্ট ছবিগুলি অম্লান হাসে।
ছায়া ছায়া সব সুখ দুঃখ, ভালোবাসামাখা মুখগুলি
আমাকে ঘিরে উতরোল হয়ে ওঠে দিনরাত,
যাপিত জীবন বলে পিছু ফিরে দেখো
অন্ধকার তারা হয়ে জ্বলজ্বল করে,
জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি জীবন নিজেই।
0 comments: