লেখা-লেখি

তবু স্মৃতিকে ঘিরেই

১০:২৮:০০ PM 0 Comments





© সুনীতি দেবনাথ

আমি এমন কোন অঙ্গীকার করব না
এমন কোন অঙ্গীকারের লক্ষ্মণরেখায়
আবদ্ধ হবোনা আমি,
সাত ভুুবনের মণিরত্ন সুখের ভাণ্ডারের
বেবাক সবকিছু
উজাড় করে ঢেলে দিলেও
আকাশ উজাড় করা নীল উচ্ছ্বাস
আর আশ্চর্য বিশ্বের বাতায়ন
আমার সামনে খুলে দিলেও
তেমন অঙ্গীকারের বন্ধনে  আমাকে
এই আমাকে সঁপে দেবনা  যার শর্ত
স্মৃতির নদীতে অবগাহন ডুবে ডুবে
ঝিনুকের মুক্তো অণ্বেষণ আর
সাঁতারে সাঁতারে এপার ওপার
পারাপার কঠিন নিষেধে বাঁধা পড়ে  যাবে ।

স্মৃতিকে বন্ধক দেয়া কিংবা
তিন ভুবনের ওপারে যেতে দেয়া
এমন ঘটনা  যদি অসম্ভব হলেও
কোনদিন ঘটে যায়
জীবন নিরালম্ব নিষ্করুণ ঝড়ো পাখির মতন
অতলান্তিক শূন্যে পাড়ি দেয়
সামুদ্রিক একেলা সীগ্যল্ সে ঠিকানার
 খোঁজে দিশেহারা শুধু ওড়াওড়ি করে ,
উড়ন্ত জীবন নিয়ে বেঁচে থাকা  বসবাস
অসম্ভব বিলকুল অসম্ভব.।

বিষাক্ত কালনাগিনীর সুতীক্ষ্ণ দংশনে
স্মৃতিকে গাঢ়তম নীল মৃত্যুর মত নীল
অন্যতর আবহে নিয়ে গেলেও
স্মৃতি শেষ পারানির কড়ি হয়ে থাকে
আর যদি মধুমাখা হয়
উজানে চলে সে বেদনার তরঙ্গ হয়ে
চিরন্তন রূপে আন্দোলিত হয়।

তবু স্মৃতিকে আঁকড়ে থেকে শেষ পদচিহ্ন
একেবারে শেষ অতিক্রম চিহ্ন এঁকে যেতে হয়
স্মৃতি শুধু জীবনের খণ্ড অবকাশ।

কাজরী,
৪ অক্টোবর, ২০১৪

SUNITI Debnath

আমি সুনীতি দেবনাথ, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষিকা। কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প লিখি। কবিতা আমার প্রিয়ভূমি, শৈশব থেকেই হেঁটে চলেছি...

0 comments: