লেখা-লেখি

সমুদ্র অভিসারী

৩:১২:০০ PM 0 Comments























© সুনীতি দেবনাথ
         

পেরুর উপকূলে ওরা উড়ত ডানা মেলে
রূপোলি ঝিলিক দেয়া বালির উপরে,
আর আটলান্টিক সমুদ্রের নীল সমারোহে
আকাশ উঁকি দিয়ে হেসে উঠত খিলখিল।
পেলিক্যান আর সিগ্যাল পাখিরা
হাজারে হাজারে যে বিপুল গরিমা নিয়ে
সারাদিন উড়ে উড়ে কর্কশ সঙ্গীতে
সমুদ্রের ঢেউয়ে দোলা খেত আর
সোনালি রূপোলি মাছের ঝাঁকে দিত হানা ঝাঁপিয়ে!
তখন সেই কর্কশ সামুদ্রিক সুরে হার মানতো
জুলিয়েটের বারান্দার শেকসপীয়রের সেই
মিস্টি মধুর সুরেলা নাইটিঙ্গেল।
নোয়ার আর্ক থেকে উড়ে চলে যাওয়া
সুন্দর কবুতর —
ওদের সাহসী ডানার ঝাপটে ম্লান মনে হতো।
আর সেই সব সোয়ালো পাখির
দ্বিখণ্ডিত দীর্ঘপুচ্ছ দীঘল ডানার
শোভন উড়ালও ওদের ডানার ছন্দে হেরে যেতো,
হেরে যেতো গুস্তাভো আদোলফো বেকোরের
বসন্তবিহারী পরিযায়ী দীঘল সোয়ালো!

কতকাল কতযুগ ওরা সমুদ্র অভিসারী
উড়েছিল নেচেছিল গেয়েছিল
দুরন্ত উন্মুক্ত জীবনের জয়গান —
ওরা তা ভুলেছিল, ভুলেছিল পেরুর বাসিন্দা।
সমুদ্রের তীরে ভারে ভারে স্তুপে স্তুপে
জমেছিল বিষ্ঠার পাহাড়,
রোদে পুুড়ে স্পর্ধায় আকাশে তুলেছিল মাথা।
পেরুকে লুণ্ঠণ করে নিয়ে এবার
কুচক্রি সাম্রাজ্যবাদীদের
পাখির বিষ্ঠা —
এটাও চাই, চাই এই খাঁটি নাইট্রেট
একটুও যাবে না ফেলা —
শকুনির লুব্ধ দৃষ্টি যেমন ভাগাড়ে!
কোন্ বিজ্ঞানী যে বলেছেন
এই বিষ্ঠা নিখাদ নাইট্রেট,
গম ক্ষেতে তুলবে ফলনের ভরন্ত তুফান।
ওদিকে য়ুরোপে শূকর মোরগ
মাছ চায় নোনা সমুদ্রের,  মাছ দরকার!
পেরুর উপকূল লোভনীয়—
পেলিক্যান সীগ্যালের বংশ পরম্পরার খাদ্যের  ভাণ্ডার।

জাহাজ জাহাজ নাইট্রেট
নিয়ে গেল মার্কিনি বণিক,
হাজার হাজার জাহাজ পাখিদের বঞ্চিত করে মুখের গ্রাস নিল কেড়ে — য়ুরোপে ভেসে গেলো।
সমুদ্রের ঢেউয়ে ভেসে
য়ুরোপ মার্কিন আকাশে আকাশে
শীতের ঝরাপাতার মতন
উড়তে লাগল পতপত করে টাকা,
টাকা আর টাকা, ধনতন্ত্রের পরম রতন!

সার গেল মাছ গেল গেল গেল সব গেল
রয়ে গেল ক্ষুধার্ত মানুষ আর সমুদ্রাভিসারী হাজারো পেলিক্যান —
কী দুরন্ত মৃত্যুর মিছিল!
মাছুয়া নৌকো ঘিরে পেলিক্যান উড়ে যায়
খাদ্যের টানে সমুদ্র অভিসারে গভীর থেকে গভীরে
ডানা ভারি হয়ে হায় পড়ে যায়
নিষ্ঠুর সমুদ্র লেখে মৃত্যু পরোয়ানা।
দলে দলে চলে তারা সড়ক ধরে শহরে
ফেরে না তো আর,
লিমার পথে অসংখ্য পেলিক্যান ঘুরে মরে পড়ে থাকে।
আগ্রাসী ধনতন্ত্র রুদ্র রূপে হাসে
গড়ে ওঠে সভ্যতার পতনের ইতিহাস!

পেরুর ভ্রমণকারীগণ,
দেখেছো কি মৃত নগরীর সারি?
ঝুলছে এদিকে ওদিকেও বোবা টেলিফোনের তার,
প্রেতনগরীতে রাবিশের স্তুপ, মৃত্যুর গহ্বর?
বুজে যাওয়া নাইট্রেট রেলপথ,
বিস্ফোরণে বিস্ফোরণে নাইট্রেট জমিনের কঙ্কাল?
সাদা পাহাড়ের স্তুপীকৃত জঞ্জালে আচ্ছন্ন নগরী?
ভয়াল শীতের শীতল বাতাসে সেখানে
কবরস্থানে কেঁপে কেঁপে ওঠে ক্রুশগুলো!
হায়রে  সভ্যতা!
মৃত্যুর ওপার থেকে—
চেয়ে  থাকে পাখি আর মানুষের চোখ।


কাজরী,
২৩ ফেব্রুয়ারি, ২০১৫
...........................................................................

আবৃত্তি শুনুন বদরুল আহসান খানের কন্ঠে  --- সমুদ্র অভিসারী

SUNITI Debnath

আমি সুনীতি দেবনাথ, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষিকা। কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প লিখি। কবিতা আমার প্রিয়ভূমি, শৈশব থেকেই হেঁটে চলেছি...

0 comments: